অনলাইন ডেস্ক
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফোনালাপে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আন্তেরিও গুতেরেস। তার মুখপাত্র দুজারিক জানিয়েছেন, আলোচনার সময় উভয় দেশকেই কূটনৈতিক উপায়ে এগোতে জোর দিয়েছেন তিনি। বার বার বলেছেন, এ সমস্যা সমাধানে কূটনীতির কোনো বিকল্প নেই।
ইউক্রেনে যেকোনো দিন রাশিয়া হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করলেও শুরু থেকেই এ দাবি অস্বীকার করে আসছে রাশিয়া। বার বার দেশটি দাবি করেছে, এমন কোনো পরিকল্পনাই নেই তাদের।
গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, আমি মনে করি না ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুতেরেসের ফোনালাপ শেষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে দুজারিক বলেন, এখনও এমনটিই বিশ্বাস করেন মহাসচিব।
ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৬৬০ জন কর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৪০ জন ইউক্রেনীয় নাগরিক এবং ২২০ জন বিদেশি। দুজারিক বলেন, ইউক্রেন থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। ইউক্রেন ইস্যু ও মিনস্ক চুক্তি নিয়ে আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বার্ষিক বৈঠক করবে নিরাপত্তা পরিষদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা