অনলাইন ডেস্ক
রাশেদুল ইসলাম ইউনিয়নের বারবাড়িয়া ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে। মাহবুবুর রহমান খুলনা জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে রাশেদুল ইসলামকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। কিন্তু সে ভালো করে গাছে চড়তে পারে না বলে জানা যায়। গাছে উঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই রাশেদুল মারা যায় বলে স্থানীয়দের ধারণা। মৃত্যুর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ পান নি। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করার পর পরই গোপনে নিহতের বাবা মাহবুবুর রহমান ছেলের লাশ নিয়ে খুলনা জেলায় নিজের গ্রামের বাড়ি নিয়ে যায়। কেউ লাশের সন্ধান দিতে পারেনি। অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমানকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) সাইদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ার তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজ এলাকায় নিয়ে গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা