অনলাইন ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি। এ বিষয়ে শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, অধ্যাপক জাফর ইকবালের মাধ্যমে তারা মন্ত্রীর সফরের কথা জেনেছেন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও মন্ত্রীর আসার কথা জানানো হয়েছে। মন্ত্রীর এই সফরে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন।
তবে শিক্ষামন্ত্রীর সিলেট সফর নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে প্রথম থেকে শিক্ষামন্ত্রীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যোগাযোগ রক্ষা করছিলেন। তার মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিডিও কলে শিক্ষার্থীদের বৈঠকও হয়।
শিক্ষামন্ত্রীর শাবিপ্রবি সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষামন্ত্রী দুই-চার দিনের ভেতরে আসবেন। তবে কবে আসবেন তা এখনো নিশ্চিত হয়নি। নিশ্চিত হলে মন্ত্রণালয় থেকেই জানিয়ে দেওয়া হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা