অনলাইন ডেস্ক
আসরের প্রথম দুই ম্যাচে হাসেনি মুশফিকুর রহিমের ব্যাট। তবু মিনিস্টার ঢাকার বিপক্ষে জয় দিয়েই যাত্রা শুরু করেছিল তার দল খুলনা টাইগার্স। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পরের ম্যাচে আর জিততে পারেনি তারা। ফলে এক জয় ও এক পরাজয়ে শেষ হয় ঢাকার প্রথম পর্ব।
আজ (চট্টগ্রাম) থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বে রানে ফিরলেন মুশফিকু, জয়ে ফিরলো তার দলও। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করে চট্টগ্রামের সংগ্রহ ছিল ১৪৩ রান। যা ৭ বল হাতে রেখেই টপকে গেছে মুশফিকের দল।
দলকে জয়ে ফেরানোর ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন খুলনার অধিনায়ক। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩০ বলে ৪৪ রান করেন তিনি। যেখানে ছিল চারটি চারের সঙ্গে একটি ছয়ের মার। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৪৭ বলে ৫৮ রান করা ওপেনার আন্দ্রে ফ্লেচারের হাতে।
আরোও পড়তে পারেন : মিরাজের দিকে তাকিয়ে সাদমান, বিজয়কে নিয়ে আশাবাদী