ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে শনিবার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস : ওয়ে টু ক্রিয়েট এ বেটার প্লানেট ফর ফিউচার জেনারেশনস শীর্ষক গোলটেবিল বৈঠক।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে ‘মাস্টার ইন গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ প্রোগ্রাম এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন এনজিও ব্যুরো অ্যাফেয়ার্সের মহাপরিচালক কে এম আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম গোলাম হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. এস এম জুবায়ের এনামুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী ডিন ড. ফারজানা আলম, কবি মামুন রশীদ, বিশ্ববিদ্যালয়ের এডমিশন এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মো. সৈয়দ মাহবুব হাসান, এনজিও ব্যুরোর সহকারী পরিচালক মিজানুর রহমান। আলোচনায় অংশ নিয়ে সর্বপ্রথম আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন এনজিও ব্যুরোর মহাপরিচালক আব্দুস সালাম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কে এম আবদুস সালামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান। বৈঠক সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের প্রভাষক তাসনীম জাহান টুম্পা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা