অনলাইন ডেস্ক
তিনি জানিয়েছেন, ক্যাম্পের একটি বসতঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
বিকেল সাড়ে ৪টায় পালংখালীর ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। ক্যাম্পের লোকজন, এপিবিএনের সদস্য ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন বলেছেন, ‘আগুন দেখার পর পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে এসেছি। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’
উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদ হোসেন বলেছেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরুপণ করা যায়নি।’
এর আগে চলতি বছরের গত ২ জানুয়ারি (রোববার) উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছিল। এতে কেউ হতাহত হননি। তবে, হাসপাতালটির ৭০ শয্যা পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়। আগুনে ১১ জন মারা যান। ক্ষতিগ্রস্ত হন ২ লক্ষাধিক রোহিঙ্গা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা