অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের টসের আগে বড় ধাক্কা খেল ভারত। পিঠের চোট নিয়ে সোমবার শুরু হওয়া জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানি নিয়ে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া, প্রথমবার নেতৃত্বে লোকেশ রাহুল।
দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ভারত ‘এ’ দলের ডানহাতি ব্যাটসম্যান হানুমা বিহারি ভারতের একাদশে কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন। রাহুল টসের সময় বলেন, ‘দুর্ভাগ্যবশত বিরাটের পিঠের উপরের দিকে চোট লেগেছে। ফিজিওরা কাজ করছেন, আশা করা যায় তিনি পরের টেস্টে খেলার জন্য সুস্থ হয়ে উঠবেন।’
দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরাকে সহঅধিনায়ক ঘোষণা করেছে বিসিসিআই, ‘এই টেস্ট ম্যাচ চলাকালে তাকে (কোহলি) পর্যবেক্ষণ করে যাবে বিসিসিআই মেডিক্যাল টিম। তার অনুপস্থিতিতে লোকেশ রাহুল দলের অধিনায়ক। দ্বিতীয় টেস্টের সহঅধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরার নাম ঘোষণা করেছে অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি।’
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় ১১৩ রানে। তাতে তিন ম্যাচের সিরিজের ১-০ তে এগিয়ে সফরকারীরা। জোহানেসবার্গে জিতলেই হবে ইতিহাস।