অনলাইন ডেস্ক
শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে বারোটার পর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে পৃথক পৃথক ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এরমধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ওড়ানো একটি ফানুস মাতুয়াইলের একটি বাড়িতে পড়ে। সেখানে ত্রিপল টানানো ছিল, এ কারণে অগ্নি দ্রুত বৃদ্ধি পায়।
তাৎক্ষণিকভাবে এসব অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন।
এদিকে থার্টিফাস্ট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে এবার ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফানুসে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শনিবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এরপরও রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা