অনলাইন ডেস্ক
৪০ মিলিয়ন ডলার খরচ করে ‘বাহুবলী’ বানিয়েছেন রাজা মৌলি। এবার এই পরিচালক জানালেন, তার পরবর্তী প্রজেক্ট ‘আরআরআর’ নির্মাণে বাহুবলীর চেয়েও বেশি ব্যয় হয়েছে। তাই ভারতীয় সিনেমা ইতিহাসে ‘আরআরআর’ হচ্ছে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। আর এ তথ্য ‘বাহুবলী’ পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। রাজা মৌলি সাধারণত তার সিনেমার বাজেট নিয়ে কথা বলেন খুবই কম। সম্প্রতি তিনি তার ‘আরআরআর’ সিনেমা তৈরিতে করোনা মহামারি কেমন প্রভাব ফেলেছে তা সম্পর্কে বলেন। বর্ণনার এক পর্যায়ে তিনি বলেন, তার সিনেমার বাজেট বাহুবলিকে ছাড়িয়ে গেছে।
এ সিনেমা নিয়ে ইটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসএস রাজা মৌলি বলেন, আমরা যখন শত শত কোটি রুপি সিনেমায় ঢালছি তখন মহামারিতে পৃথিবী থেমে গেছে, কিন্তু সুদের বৃদ্ধির হার থামেনি বরং ঊর্ধ্বমুখীই থেকেছে। এ জন্য আমাদের বাজেট বাড়াতে হয়েছে। তিন বছর ধরে সিনেমা তৈরি করলে প্রোডাকশন খরচ বাড়বে, জিনিসের দাম তো প্রতি বছর বছর বাড়ে। বাজেট বেড়েছে সমস্যা নেই। আর হ্যাঁ, এ বাজেট বাহুবলিকে ছাড়িয়ে গেছে।
আগামী ৭ জানুয়ারিতে আর আর আর সিনেমাটি মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এ নিয়ে কথা বলার সময় তিনি বলেন, সিনেমা মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাবিশ্বের হাজারো হলে সিনেমাটি মুক্তি দেয়া হবে। আমার মনে হয় সমস্যার সমাধান আমার হাতেই আছে। কোভিড, মহামারি বা ওমিক্রন যাই বলেন না কেন, সেটা আমাদের হাতে নেই, প্রকৃতির হাতে। প্রকৃতি থামতে বললে আমাদের থামতে হবে। আবার এটা বিরতি নিতে বললে নিতে হবে, আবার চালাতে বললে চালাতেও হবে। তাই যেটা আমার হাতে নেই সেটা নিয়ে চিন্তা করি না।
এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর এবং শ্রিয়া সরন। আলিয়া ভাট আর অজয় দেবগনও আছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা