নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) পুষ্পস্তবক অর্পণ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। নেতৃবৃন্দ বলেন, নারী মুক্তি আন্দোলনে বেগম রোকেয়া একজন পথিকৃৎ। সমাজের সর্বস্তরে নারীরা যখন অবরোধ প্রথায় জর্জরিত তখন তিনি নারী শিক্ষাকে হাতিয়ার করে লড়াই করেছিলেন সমাজের সকল কূপমন্ডুকতা, বৈষম্য এবং সামাজিক দৃষ্টিভঙ্গীর বিরুদ্ধে। শিক্ষা ছাড়া মানুষ আলোকিত জীবন পেতে পারে না এই সত্য তিনি জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক নারী নির্যাতন ও বৈষম্যের ক্রমবর্ধমান চিত্র পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দেয় রোকেয়ার জীবন সংগ্রাম এবং চিন্তা, শিক্ষা ও সাহিত্যকর্ম থেকে আমরা কত দূরত্বে অবস্থান করছি। পথে-ঘাটে, কর্ম¯’লে, শিক্ষা প্রতিষ্ঠানে, ঘরে-বাইরে সর্বত্র নারীর উপর সহিংসতা, লাঞ্ছনা, অপমানের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সমকাজে সমমজুরি না পাওয়া, যৌতুক, বাল্যবিবাহের বলি হওয়া, সম্পত্তির উত্তরাধিকারে সমঅধিকার না পাওয়া, সিনেমা-নাটক-বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা এসবই স্বাধীন দেশে রোকেয়ার মৃত্যুর ৮৭ বছর পরেও আপামর নারীদের জীবন চিত্র।
নেতৃতৃন্দ পাঠ্যপুস্তকে এই মহীয়সী নারীদের জীবন সংগ্রাম যুক্ত করার দাবি জানান এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষ ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা