২০১৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি।
রোববার রাতে আটলান্টায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ২০১৮সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে অনুষ্ঠানে তুনজি’র মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।
তুনজি(২৬) তার সমাপনী বক্তব্যে নারীর ক্ষমতায়তন নিয়ে কথা বলেছেন।
তিনি ক্ষমতায়নের জন্যে নারীদের নিজেদের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানান।
এশিয়ার আবেদনময়ী পুরুষ হৃত্বিক
তুনজি বলেন, আমি এমন এক বিশ্বে বেড়ে উঠেছি যেখানে আমার মতো গায়ের রঙ এবং চুলের মেয়েদের সুন্দরী হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু এখন সময় এসেছে এ পরিস্থিতি বদলানোর।
যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অনুষ্ঠিত এ বছরের আসরে অংশ নেয় ৯০টি দেশ। সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ বৈশ্বিক এই আসরে এবার অভিষেক হয় বাংলাদেশের।
৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এবারের আসর। নানা ধাপ পেরিয়ে জমজমাট এই আসরের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন।
শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। এর পর সেখান থেকে বেছে নেয়া হয় শীর্ষ ১০ জন প্রতিযোগীকে।
চূড়ান্ত পর্বে আটলান্টার টেইলর পেরি স্টুডিওতে মিস ইউনিভার্সের ৬৮তম এই আসরে তুনজি ৯০ জন প্রতিযোগিকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন।
Like & Share our Facebook Page: Facebook
https://twitter.com/i/status/1203872106125156354
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা