অনলাইন ডেস্ক
সম্প্রতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন,কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে? থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত! গলুই’ সিনেমার শুটিং শেষ করেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। তবে শাকিবের বিরুদ্ধে অভিযোগ আসে তিনি ডাবিং শেষ না করেই চলে যান। এতে সমস্যায় পড়েছেন ‘গলুই’ ছবির প্রযোজক-নির্মাতা এস এ হক অলিক। ডিসেম্বর মাসেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন ছবিটির প্রোযোজক খোরশেদ আলম খসরু।
খসরু বলেন, আমেরিকার একটি শোতে অংশ নিয়ে তার দ্রুত দেশে ফেরার কথা ছিলো। কিন্তু সেখানে থাকার জন্য তাকে কেউ না কেউ অনুপ্রাণিত করেছে। তাই সে দেশে ফিরতে সময় নিচ্ছে। আমাদের সিনেমা চলতি মাসেই মুক্তি দিতে চেয়েছিলাম। তাই বাধ্য হয়ে তার অংশের ডাবিং নিতে আমেরিকাতেই নির্মাতাকে পাঠাতে হয়েছে। এই খরচটা আমাদের জন্য বাড়তি।
ঝন্টুর মন্তব্যের বিষয়ে প্রযোজক বলেন, ঝন্টু সাহেব সিনিয়র পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে কেন এমন কথা বললেন সেটা আমি জানি না। আমি তো আমার ছবির বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি। এদিকে শাকিবের অভিভাবক হিসেবেই চড় দিতে চেয়েছেন উল্লেখ করে গুণী এই নির্মাতা বলেন, এখন আমি কেন বলেছি? কারণ শাকিবকে ইন্ডাস্ট্রিতে আমি আর সোহান খান এনেছি। তাই আমরা তাকে শাসন করার ক্ষমতা রাখি। আপনি নিশ্চয়ই বুঝেছেন আমি কোন পয়েন্টে কথা বলেছি।
প্রযোজক তো কিছু বলছে না, আপনি কেন এমন কথা বলছেন—এই প্রশ্নের উত্তরে এক সময়ের জনপ্রিয় এই নির্মাতা বলেন, প্রযোকজকরা তো বিপদে পড়েছে। এখন কোনোমতে তার কাছ থেকে ছবির কাজ শেষ করে নেবে। তারা অভিযোগ করলে তো বিপদে পড়বে। যে কারণে প্রযোজকেরা সুর বদল করেছে।
এক প্রশ্নের জবাবে ঝন্টু বলেন, ইন্ডাস্ট্রিতে আমরা নেই এখন ইন্ডাস্ট্রি যতোটুকু আছে ততোটুকু ধরে রাখতেও যদি কেউ কেউ ঝামেলা করে তাহলে তাদেরকে তো ইন্ডাস্ট্রিতে রাখা যাবে না। সে যদি এমন করে, প্রযোজক-পরিচালকদের বেকায়দায় ফেললে আমরা প্রয়োজনে সকল সংগঠন বসে শাকিবকে যেন সিনেমায় না নেওয়া হয় সে ব্যবস্থা করবো। অবশ্য ওকে নিষিদ্ধ করারই বা কী আছে, সে তো অনেকটাই পড়তির দিকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা