অনলাইন ডেস্ক
গতবার এই টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল আবাহনী। এবার ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তিকে হারিয়েই চ্যাম্পিয়ন হলো তারা। আর ২০১৮ সালে ফেডারেশন কাপ জেতার পর এটাই আবাহনীর প্রথম শিরোপা জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমনে জমে ওঠে খেলা। তবে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৩তম মিনিটে আবাহনীকে এগিয়ে দেন রাকিব হোসেন। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-০ করে ফেলে আবাহনী। দারুণ কিকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন। যদিও পেনাল্টি নিয়ে মাঠে কিংস খেলোয়াড়দের সঙ্গে রেফারির বাদানুবাদ চলে। ৭১তম মিনিটে কর্নার কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দরিয়েলতন। ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
এই ম্যাচের আগে টুর্নামেন্টে দুই দলই ছিল অপরাজিত। ৭ বারের মুখোমুখি লড়াইয়ে বসুন্ধরা জিতেছে ৫ বার। ওদিকে আবাহনীর জয় মাত্র এক ম্যাচে। সর্বশেষ ৬ ম্যাচে আবাহনীর বিপক্ষে বসুন্ধরা অপরাজিত ছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা