টি টুয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে হারাল বাংলাদেশ। নিজেদের এই ঐতিহাসিক জয় তারা উৎসর্গ করেছে তাদেরই দুই সতীর্থ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে। সাকিবকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করায় সে মাঠে নেই। আর তামিমের স্ত্রী সন্তান সম্ভবা তাই সে এই ম্যাচ থেকে ছুটিতে আছে।
বাংলাদেশ ক্রিকেট টিমের এই ঐতিহাসিক সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে টসে জিতে বাংলাদেশ দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এসময় ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে। জবাবে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে ১৯ ওভার তিন বলে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান করেছে। মুশফিকুর রহিম ৬০ রানে অপরাজিত রয়েছে।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মুশফিকুর রহিম।
বাংলাদেশ-ভারত প্রথম টি-টুয়েন্টি সিরিজে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
প্রথম ওভারে ৫ বলে দশ রান দেন বোলার শফিউল ইসলাম। তবে, তার বলেই প্রথম ওভারে রান আউট হন রোহিত শর্মা। ফলে হতাশা নিয়েই সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে (৫ বলে ৯)। ১০ রানে প্রথম উইকেট হারায় ভারত।দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান আর লোকেশ রাহুল জুটি করেন ২৬ রান। ১৩ বলে ২২ রান করে আয়ার বাউন্ডারিতে ক্যাচ হন নাইম শেখের।
তবে, ৪২ বলে ৪১ রান করে রানআউটের কবলে পড়েন ধাওয়ান। মাহমুদউল্লাহর ওভারে সিঙ্গেলের জন্য দৌড়েছিলেন, কিন্তু অপরপ্রান্তে থাকা রিশাভ পান্ত সাড়া দেননি। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন আফিফ হোসেন ধ্রুব।
আফিফের এই ক্যাচে ১০২ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। ১৯তম ওভারে রিশাভ পান্তকেও তুলে নেন শফিউল। ২৬ বলে ২৭ রান করেন এই ব্যাটসম্যান। ২টি করে উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব আর শফিউল ইসলাম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা