জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৫৩তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
কমিশন সচিব বলেন, আজকের সভায় এই দুই সিটির নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১৫ নভেম্বরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, বিদ্যমান ভোটার তালিকা দিয়েই দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে । ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে।
তবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা