২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকান্ডে তাজরীন ফ্যাশনের ১১৩ জন শ্রমিক নিহত হন। বহু শ্রমিক আহত হয়েছেন। ঐ সময় মাননীয় প্রধানমন্ত্রী, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এনজিও সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্য-সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত কোন প্রকার সাহায্য-সহযোগিতা ক্ষতিগ্রস্ত শ্রমিকরা পায়নি।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে তাজরিন ফ্যাশন লিঃ এর আহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনে বক্তারা একথাগুলো বলেন।
মানববন্ধনে তাজরিন ফ্যাশন লিঃ এর শ্রমিকরা অভিযোগ করেন আশ্বাস এর প্রেক্ষিতে আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরনা দিয়েছি। কেউ আমাদের কোন ধরণের সাহায্য সহযোগিতা করেনি। মুখরোচক শিরোনামের জন্য মিডিয়ায় ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ইতিমধ্যে বহু শ্রমিক পঙ্গত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের সার্বিক সহেযাগিতা করা খুবই প্রয়োজন। জীবনের তাগিদে বাধ্য হয়ে প্রেসক্লাবের সামনে এসে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আহ্বায় মো. বাহারানে সুলতান বাহার। বক্তব্য রাখেন জাগো বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক ফরিদ খান, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা, মোঃ শামীম, জরিনা, আঞ্জু, রেহেনা, মোঃ আনিছ, জাগো বাংলদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার, সাংবাদিক মিলন মল্লিক প্রমুখ।
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে আগামী ১লা নভেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবীতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা