আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনী দিন। আজ থেকে শুরু হলো বাংলা ক্যালেন্ডারে ঋতুরাজ বসন্ত। আজ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এবছর ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আজ শুভ বসন্ত এদিনে, বসন্তবরণে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বসন্তবরণ উৎসব। এদিন রাজধানীর টিএসসি, চারুকলার বকুল তলা, রবীন্দ্র সরোবরে দেখা যায়, রমনা পার্ক এলাকায় দেখা যায় জুটিদের ভীড়।
শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস। ভালোবাসায় মাতােয়ারা হওয়ার দিন। দিনটি বাংলাদেশে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়। এবছর একইদিনে ঋতুরাজ বসন্তের আগমনী দিন হওয়ায় যেন বিশেষ বার্তা বয়ে এনেছে। আজ শুধু ভালোবাসা ছড়িয়ে যাবার দিন।
দিবসটি উপলক্ষে প্রিয়জনকে বিভিন্ন ধরণের উপহার দেন অনেকেই। এখন অনলাইনের সুবিধা থাকায় অনেকেই অনলাইন গিফ্ট এর মাধ্যমেও প্রিয়জনকে উপহার পাঠাচ্ছেন।
দিনটি পালন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিবাহিত দম্পতিরা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মানববন্ধন করেন। সেই ১৯৯৫ সাল থেকে তারা এই মানববন্ধন করছেন। এ প্রসঙ্গে এর আয়োজন মুফতি আহমেদ বলেন, আমরা মানুষের মধ্যে ভালোবাসার বার্তা ছড়িয়ে চাই। এ লক্ষ্যেই প্রতিবছর এখানে আমরা বন্ধুরা মিলে একসাথে হয়ে মানববন্ধনে অংশ নেই।
দিনটি স্মরণীয় করে রাখতে কলেজ শিক্ষক স্ত্রী শেফা নুসরাতকে সঙ্গে নিয়ে আজ অমর একুশে গ্রন্থমেলায় লুঙ্গি পরে উপস্থিত হবে কবি সাইয়েদ জামিল এবং তার বন্ধূরা। ঐতিহ্যবাহী পোশাককে সম্মান জানাতেই এমন আয়োজন জানান সাইয়েদ জামিল।
বিভিন্ন সূত্রে জানা যায়, সেন্ট ভ্যালেন্টাইন খ্র্রিস্টীয় তৃতীয় শতাব্দীর একজন খ্রিশ্চিয়ান ধর্ম প্রচারক ছিলেন। রোমের তৎকালীন সম্রাট ছিলেন রোমান দেব-দেবীর পূজায় বিশ্বাসী। সম্রাট খ্রিশ্চিয়ান ধর্ম প্রচারের জন্যই তাকে জেলে বন্দী করেন । জেলের ভেতরই পরিচয় ঘটে এক মেয়ের সাথে, যে মেয়ে ছিল জেলারেরই মেয়ে । সে প্রায়ই কারারুদ্ধ অবস্থায় তাকে দেখতে আসত । এভাবে ভ্যালেনটাইন তার প্রেমে পড়ে যায়। মৃত্যুর আগে মেয়েটিকে লেখা এক চিঠিতে সে জানায়, তার ভালোবাসার কথা এবং চিঠির নিচে লিখে দেনঃ ইতি- তোমার ভ্যালেনটাইন। এরপর থেকেই ভ্যালেনটাইন ডে’র সূত্রপাত ।
ভালোবাসা প্রতিদিনের হলেও এ দিনটি যেন বয়ে আনে নতুন এক তাৎপর্য্য। এদিন রাজধানীর টিএসসি, চারুকলার বকুল তলা, রবীন্দ্র সরোবরে দেখা মেলে প্রেমিক-প্রেমিকা জুটির। এবার ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন একদিনে হওয়ায় প্রায় ১০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছেন ফুল বিক্রেতারা।
অনেকেই বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন পিকনিকে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকের দিনটি অন্যরকম জানালেন নারায়ণগঞ্জের চাকরিজীবী আব্দুল মান্নান। তিনি বলেন, বন্ধু-বান্ধবরা তো সবাই দূরে থাকে। আমি চাকরিসূত্রে এখানে। তাই, আজ ঘরে থেকেই কাটবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাউফুন বসুনিয়ার স্মৃতিস্তম্ভ। ছবি : আশীষ কুমার দে।
বাংলাদেশে বসন্ত বরণ নিয়ে কোন মতভেদ না থাকলেও ভালোবাসা দিবস দিয়ে অনেক মতভেদ রয়েছে। প্রতি বছরের মতোই ভালোবাসা দিবস ভাল নয় – এমন কথা বলেই যাচ্ছেন বিশেষ এক শ্রেণির মানুষ। তাদের মতে, এটা ধর্ম বিরোধী একটি কাজ। আবার, স্বৈরাচারবিরোধী আন্দোলনে এদিন জাফর, জয়নাল, দীপালিসহ আরও নাম না জানা অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ছাত্র রাউফুন বসুনিয়া পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। সামরিক-স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার আত্মাহুতির দিন আজ। ১৯৮৫ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ছাত্রমিছিলের গুলি চালিয়ে তাঁকে হত্যা করেছিল এরশাদের লালিত সশস্ত্র ক্যাডারা। প্রয়াণ দিবসে বীর শহীদ রাউফুন বসুনিয়ার প্রতি গভীর শ্রদ্ধা, শতসহস্র রক্তিম অভিবাদন।তাই, এই দিনে কোন উচ্ছাস প্রকাশ না করে শোক প্রকাশের দাবি জানান সেই সময়ের ছাত্র আশীষ কুমার দে।
তবে, সবকিছুর মাঝেই মাঝেই নিজেদের বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে উচ্ছল তরুণ প্রজন্ম।
ইডেন কলেজের শিক্ষার্থী স্বাগতা সাহা বলেন, আমি আমার ভালোবাসার মানুষকে ভালবাসব এই ভালবাসায় মা-বাবা-ভাই, বন্ধু, দিদা অনেকেই থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা