কাশ্মিরী জাতের আপেল কুলের বাগান গড়ে চোখ ধাঁধাঁনো লাভের হিসাব কষছেন মাগুরার মফিজুর রহমান। সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগের বিপরীতে এক মৌসুমেই ৬৫ লাখ টাকা ঘরে তোলার আশা তার।
এ নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে।
ভাগ্যের অন্বেষণে বিদেশ গিয়ে চোখ খুলে যায় মফিজুরের। ভেবে দেখলেন ভালোমত কৃষিকাজ করতে পারলে পরদেশের মাটিতে কঠিন শ্রমে উপার্জিত অর্থ কিছুই না। তাই দেশে ফিরে হৃদয়ে মাটি ও মানুষে দেখা একেকজন সফল কৃষকের মতোই সাহসী উঠেন তিনি। বিশ বিঘা জমিতে উচ্চমূল্যের ফলগাছ রোপন করে পৃষ্ঠা খোলেন জীবনের অন্য অধ্যায়ের।
বছর ঘুরতে না ঘুরতেই কাশ্মিরী আপেল কুলই তাকে পৌঁছে দিয়েছে স্বপ্নের চূড়ায়। মাত্র সাড়ে তিন লাখ টাকা খরচ করে বাজার পরিস্থিতি হিসেব করে দেখা যায় তার লাভ দাঁড়াবে ২০ গুণে। মফিজুরের কৃষিতে বিনিয়োগ সাফল্যের এই দৃষ্টান্ত অবাক করেছে অন্যান্য কৃষককেও।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা