স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে। ২৪ ডিসেম্বর এ উপলক্ষ্যে সংগঠনের নেতা কর্মীবৃন্দ সকাল ৮:৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিশু পার্ক প্রদক্ষিন করেন এবং ৯:৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করেন। পরবর্তীতে বেলা ৩ ঘটিকায় নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠানটির সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান এবং পরিচালনা করেন মহাসচিব অধ্যাপক এম এ আজিজ। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা সহ স্বাচিপের সকল নেতা-কর্মীবৃন্দ। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা