১৯২২ সালের ১১ ডিসেম্বর তত্কালীন ব্রিটিশ ভারতের পেশওয়ারে জন্ম মহম্মদ ইউসুফ খানের। কিন্তু ছবির জগতে পা দিয়ে বদলে নেন নাম। ধীরে ধীরে খ্যাতির শিখরে পৌঁছে যান দীলিপ কুমার।
বুধবার সেই কিংবদন্তী অভিনেতা পা দিলেন ৯৭ বছরে। তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অগনিত ভক্ত। সেই সব শুভাকাঙ্খীদের ট্যুইট করে ধন্যবাদ জানালেন দীলিপ কুমার।
চিরনবীন এই ব্যক্তিত্ব বছর কয়েক আগেই সোশাল মিডিয়ায় এসেছেন। বয়স যতই বাড়ুক না কেন, তিনি বরাবরই নতুন সময়কে, আগামীকে স্বাগত জানিয়েছেন তাঁর নিজস্ব ঢঙে। জন্মদিনে টুইটার হ্যান্ডলে বিশেষ বার্তা দিয়ে জানালেন যে তিনি আপ্লুত মানুষের ভালবাসায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী
ট্যুইটে লিখলেন, ‘কাল রাত থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা পাচ্ছি…. জন্মদিন ধুমধাম করে উদযাপন করাটা জরুরি নয়, অমূল্য আপনাদের ভালোবাসা ও শুভকামনা। কৃতজ্ঞতায় আমার চোখে জল চলে এসেছে।‘
কিছুদিন আগেই ‘বোন’ লতা মঙ্গেশকরের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে পুরনো একটি ছবি ট্যুইট করে দীলিপ কুমার লিখেছিলেন, ‘আমার ছোট বোন লতা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে শুনে ভীষণ আনন্দ হচ্ছে। নিজের ভালো করে যত্ন নিও লতা।’
তিনি হলেন বলিউডের প্রথম ‘খান’। ১৯৪৪ সালে বম্বে টকিজ-এর ছবি জোয়ার ভাঁটা দিয়ে তাঁর অভিনয়ে পদার্পণ। ওই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন রুমা গুহঠাকুরতা। পরিচালক ছিলেন অমিয় চক্রবর্তী।
তিনিই প্রথম জিতেছিলেন সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার ১৯৫৪ সালে। মোট ৯টি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ১৯৯৪ সালে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। ভারত সরকার ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ-এ সম্মানিত করে। ইন্ডিয়া টাইমস।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা