অনলাইন ডেস্ক
করোনার সময়ে সচরাচর তিনদিনের কোয়ারেন্টিন পালন করার নিয়ম থাকলেও হারারে পৌঁছে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র একদিন। এরপর জৈব সুরক্ষা বলয়ে হবে গোটা সিরিজ। টেস্টের আগে জিম্বাবুয়েতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ ১৪ জুলাই।
ঢাকা থেকে একসঙ্গে রওনা হন টেস্ট দলের ১৭ জন। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।
ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরা নিজ নিজ দেশ থেকে যোগ দেবেন দলের সঙ্গে। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং পরামর্শক শ্রীলংকার সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ কাতারের দোহা ট্রানজিটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। আর ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সও নিজ দেশ থেকে জিম্বাবুয়েকে যাবেন। দলের সঙ্গে এবার টিম লিডার হিসেবে যাচ্ছেন বোর্ড পরিচালক ও সাবেক ক্রিকেটার আহমেদ সাজ্জাদুল আলম।
জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই। ওয়ানডে সিরিজ ১৬ জুলাই ও টি২০ সিরিজ ২৩ জুলাই শুরু হবে। তিন ফরম্যাটের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ওয়ানডে স্কোয়াডের কিছু খেলোয়াড় টেস্ট স্কোয়াডেও রয়েছেন, তারা গতকালই রওনা হন। বাকিরা ৯ জুলাই রওনা হবেন। আর টি২০ স্কোয়াডের খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন ১৬ জুলাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা