অনলাইন ডেস্ক
৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়েছিল ৮ বছরের এক মেয়ে শিশু। তাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জনের মতো গ্রামবাসী সেই কুয়ায় পড়ে গিয়েছেন। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে এই ঘটনা ঘটেছে।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। উদ্ধারকাজ চলছে বলে টুইট করে জানিয়েছেন তিনি।
জানা গেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
তবে এখনও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরোও পড়তে পারেন : বিশ্ব স্বাস্থ্য দিবস আজ