চ্যানেল আই-এর আয়োজনে প্রতি বছরের মত উচ্চাঙ্গ সঙ্গীতের মহাযজ্ঞের আসর ৭ম ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ ফেব্রুয়ারি থেকে। ওইদিন বিকেল ৫টা থেকে উৎসব শুরু হয়ে একটানা চলবে পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।
এ প্রসঙ্গে বাংলা খেয়াল উৎসবের অন্যতম উদ্যোক্তা, সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান বলেন, ‘সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। এই সঙ্গীতের প্রসারে নিরলস কাজ করছে চ্যানেল আই। আগে খেয়াল শোনার মানুষ ছিল না।
কিন্তু চ্যানেল আই-এর এ উদ্যোগের ফলে বাংলা খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।’ উৎসস সম্পন্ন করার সকল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। উৎসবে করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ, নাশিদ কামাল, শাহীন সামাদ, ইন্দ্রমাহন রাজবংশী, ফেরদৌস আরা, রেওয়ানা চৌধুরী বন্যাদের মতো সঙ্গীত ব্যক্তিত্বদের সাথে অংশ নিবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী শিল্পীরা।
২০১৪ সালে আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। চ্যানেল আই-এর ছাদ বারান্দায় অনুষ্ঠিতব্য উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা