মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও ডা. মাখদুমা নার্গিসের বাসায় দুর্বৃত্তরা (৫ জানুয়ারি) রাতে হামলা করেছে। হামলায় ডা. সারওয়ার আলী ও ডা. মাখদুমা নার্গিস, তাদের মেয়ে সায়মা আলী এবং জামাতা হুমায়ন কবীর আহত হয়েছেন।
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর সভাপতি অধ্যাপক ডাঃ এম আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ কাজী রকিবুল ইসলাম চিকিৎসক সারওয়ার আলীর বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন। এ ঘটনায় ৮ জানুয়ারি প্রতিবাদ সমাবেশ ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট।
গত ৫ জানুয়ারি উত্তরায় নিজের বাড়িতে এই চিকিৎসক দম্পতি হামলার শিকার হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলাকারিদের বেশ কিছু আলামত জব্দ করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা