অনলাইন ডেস্ক
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতা হঠাৎ আসেনি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের পরিকল্পনায় স্বাধীনতা এসেছে।
তিনি বলেন, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্পষ্টভাবে জানিয়েছিলেন সব কিছু। স্বাধীনতা, গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ সবকিছু।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫’ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ভাষণ মুছে ফেলার চেষ্টা করা হয়। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিই তার প্রমাণ।
এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি। এরপর কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা