ডেস্ক
মাত্র সাত দিনেই ২০০ কোটি আয় করেছে ‘ওয়ার’। গত ২ অক্টোবর মুক্তি পাবার পর বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের এই ছবিটি।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন, এবছরের বেশ কিছু বক্স অফিস ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলে দিয়েছে হৃত্বিক ও টাইগারের ওয়ার। অনুমান করা যাচ্ছে শিগগিরই ৩০০ কোটির মাইলফলক ছুঁয়ে নেবে এই সিনেমা।
গত ২ অক্টোবর ভারতে ৪ হাজার এবং অন্যান্য দেশে ১ হাজার ৩৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওয়ার’ সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় আরো অভিনয় করেছে বানী কাপুর।
দর্শকদের উৎসাহ দেখে শুক্রবার থেকে বাড়ানো হয়েছে সিনেমার হল সংখ্যা। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলে অ্যাকশন-থ্রিলারটি।
প্রথম দিন সিনেমাটি আয় করেছে ৫৩.৩৫ কোটি রুপি। আর তিন দিনে ১০০ কোটি আয় করেছে। ৭ দিনে ২০০ কোটিরর ক্লাবে পৌঁছে যায় সিনেমাটি।
ধারণা করা হচ্ছে, শিগগিরই ব্যবসার দিক থেকে কেসরি, টোটাল ধামাল, সাহো, ছিছোরে, সুপার ৩০ এবং গল্লি বয়ের মতো সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘ওয়ার’।

৭ দিনে ২০০ কোটি আয় করেছে ‘ওয়ার’
আরোও পড়তে পারেন : সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ