যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হয়ে গেল ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। যেখানে মেলা বসেছিল টিভি ও চলচ্চিত্র তারকাদের।
হলিউড প্রেস এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে হলিউড, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সেরা কাজগুলোকে প্রতিবারের মতো এবারও পুরস্কৃত করা হলো। আজীবন সম্মাননা হিসেবে হলিউড কিংবদন্তি এবং অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড। বিশ্ব বিনোদনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এবারের আসরে রাসেল ক্রো, ব্র্যাড পিট আর কোয়ান্তিন তারান্তিনোর মতো বড় তারকাদের হাতে পুরস্কার যেমন উঠেছে তেমনি পুরস্কার পেয়েছেন উঠতি তারকারাও। অনুষ্ঠান উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা রিকি গেরভাইজ।
বছরের প্রথম বড় এই পুরস্কারের আসরে কাদের হাতে উঠলো এবারের গোল্ডেন গ্লোব, একনজরে দেখে নেওয়া যাক-
সেরা অভিনেতা (টিভি সিরিজ, মিউজিক ও কমেডি)
রামি ইউসুফ (রামি)
সেরা অভিনেতা (টিভি মুভি) রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস)
সেরা সহ অভিনেতা (টিভি মুভি) স্টেলান স্কারসগার্ড (চেরনোবিল) বিজ্ঞাপন
টিভি সিরিজ সাকসেসিয়ন
সেরা অভিনেত্রী (টিভি সিরিজ, মিউজিক ও কমেডি) ফোবি ওয়ালার (ফ্লাইব্যাগ)
সেরা মোশন পিকচার, বিদেশী ভাষা প্যারাসাইট সেরা চিত্রনাট্য, মোশন পিকচার
কোয়ান্তিন তারান্তিনো, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা অভিনেতা, টিভি সিরিজ ব্রায়ান কক্স, সাকসেসিয়ন
সেরা মোশন পিকচার, অ্যানিমেটেড মিসিং লিঙ্ক
সেরা সহ অভিনেত্রী, মোশন পিকচার লরা ডার্ন, (ম্যারেইজ স্টোরি)
সেরা সহ অভিনেত্রী, টিভি মুভি প্যাট্রিসিয়া আরকিট, (দ্য অ্যাক্ট)
বেস্ট অরিজিলান সং, মোশন পিকচার আই এম গনা লাভ মি এগেইন (রকেটম্যান) সেরা অভিনেত্রী, টিভি মুভি
মিশেল উইলিয়ামস, ফোস/ভার্ডন
সেরা মোশন পিকচার, নাটক 1917
সেরা টিভি মুভি বা লিমিটেড সিরিজ চেরনোবিল
সেরা টিভি সিরিজ, মিউজিক ও কমেডি ফ্লাইব্যাগ
সেরা অভিনেত্রী, টিভি সিরিজ, ড্রামা অলিভিয়া কোলম্যান সেরা সহ অভিনেতা, মোশন পিকচার
ব্র্যাড পিট, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা অভিনেতা, মোশন পিকচার, মিউজিক ও কমেডি তারন এগারটন, রকেটম্যান
সেরা অভিনেত্রী, মোশন পিকচার, ড্রামা রেনি জেলওয়েজার, জুডি
সেরা অভিনেতা, মোশন পিকচার, ড্রামা জোয়াকিন ফিনিক্স, জোকার
সেরা পরিচালক, মোশন পিকচার স্যাম মেন্ডেস, 1917
সেরা অভিনেত্রী, মোশন পিকচার, মিউজিক ও কমেডি আউকওয়াফিনা, দ্য ফেয়ারওয়েল
সেরা মোশন পিকচার, মিউজিক ও কমেডি ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা অরিজিনাল স্কোর, মোশন পিকচার হিলডুর গুনাদেটিরির, জোকার
সিবিসি নিউজ
There's no crying in baseball, but there is crying during acceptance speeches. Tom Hanks receives the Cecil B. DeMille Award at The #GoldenGlobes. pic.twitter.com/gDBdZFabrU — NBC Entertainment (@nbc) January 6, 2020
There's no crying in baseball, but there is crying during acceptance speeches.
Tom Hanks receives the Cecil B. DeMille Award at The #GoldenGlobes. pic.twitter.com/gDBdZFabrU
— NBC Entertainment (@nbc) January 6, 2020
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা