অনলাইন ডেস্ক
নেপালের পোখরায় ৭২জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ইয়েতি এয়ারলাইনসের ওই উড়োজাহাজে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১০ জন বিদেশী নাগরিক আছেন। এএনসি এটিআর সাত দুই মডেলের এই উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে রোববার সকাল সাড়ে ১০টায় পোখরার উদ্দেশে রওনা দেয়। সেতি এলাকায় এসে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এরপরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। তবে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। মাত্র দুই মাস আগেই পোখরা বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১৩ জন নিহত হয়েছেন।
আরোও পড়তে পারেন : টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতে মৃত্যু ১২১