অনলাইন ডেস্ক
বুধবার ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে জেলা আওয়ামী লীগের বিজয় দিবসের সমাবেশে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য এই দেশে স্থাপিত হবে এবং থাকবেই। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ৭১ সালে যারা এদেশের স্বাধীনতা অর্জনে বিরোধীতা করেছিলেন। তারাই আজ আবার বাংলাদেশের বিরোধীতা করছে।’
এ সময় তিনি ভোলা জেলার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমূখ।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা