অনলাইন ডেস্ক
মাগুরা:
মাগুরার শ্রীপুরে আখ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- শাহাদৎ , নিজাম ও মোহাম্মদ আলী। তাদের বাড়ি শ্রীপুরের চরচৌগাছী গ্রামে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিটন কুমার দাস জানান, বুধবার বিকেলে চরচৌগাছী গ্রামে আখের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আহত দুই জনকে দ্বারিয়াপুর হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়।
রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় আলাদা জায়গায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক ও কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, বুধবার বিকেলে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক বাড়ির পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। তখন বজ্রপাত হলে আহত হন ইমদাদুল। স্থানীয়রা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় চাচাত দুই বোন ঝড়ের সময় আম কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে তাদের ওপরে পড়লে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহত দুই শিশু একে অপরের চাচাতো বোন। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় ও শুরু হয়। ওই সময় শিশু জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। আম কুড়ানোর সময় ঝড়ে হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। অপর শিশু চাঁন চনি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে সেও মারা যায়
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা