অনলাইন ডেস্ক
মায়ামি কোচ টাটা মার্তিনোর টেক্কা দিতে হবে এল সালভাদরের স্প্যানিশ কোচ ডেভিড ডোনিগাকে। এই ম্যাচ দিয়েই এল সালভাদর জাতীয় দলের কোচিং অভিযাত্রা শুরু করবেন ডোনিগা। লা লিগায় এক সময় দেপোর্তিভো লা করুনা ও রিয়াল বেতিসের সহকারী কোচ ছিলেন। সেই সময়ে বার্সা ও মেসির বিপক্ষে চারটি ম্যাচের অংশী ছিলেন তিনি। এর মধ্যে তিন বার ড্র করেছিল তার দল।
পুরনো সেই অভিজ্ঞতাকে পুঁজি করে মায়ামির প্রাণ ভোমরা মেসিকে আটকে রাখতে চান মাঠে। এই ম্যাচের আগে ডোনিগা বলেছেন, ‘আমি পঞ্চমবারের মতো মেসির মুখোমুখি হব। সেই ম্যাচগুলোয় লিওনেল মেসি দুর্দান্ত ছিল। আমাদের দলগতভাবেই তাদের থামাতে হবে। বিশেষ করে মেসিকে, তাকে সুবিধা নেওয়ার জন্য কোনো জায়গা দেওয়া যাবে না।’
মেসির পাশাপাশি বুসকেটস ও সুয়ারেজকে নিয়েও বিশেষ ছক এঁকে রেখেছেন ডোনিগা। সেগুলো মাঠে বাস্তবায়ন করতে চান তিনি। ডোনিগা নিজের শিষ্যদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে সব ছাপিয়ে এই ম্যাচের গুরুত্ব আরেকটি নতুন মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মেসি-সুয়ারেজ-বুসকেটস-আলবাদের নতুন পথচলার শুরু হওয়াতে।
প্রাক মৌসুম সফরে সব মিলিয়ে ৭টি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এল সালভাদর ছাড়াও মেসি–সুয়ারেজদের দেখা যাবে এফসি ডালাস, আল হিলাল, আল নাসর, হংকং একাদশ, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচ খেলতে। আল নাসরের বিপক্ষে ম্যাচে দীর্ঘদিন বাদে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা