অনলাইন ডেস্ক
৫১ ঘণ্টা পর চলল ভারতের ওড়িশার বালাসোরের বাহানগা রেল স্টেশনের লাইনে।পরীক্ষামূলকভাবে ডাউন লাইনে মালগাড়ি চালিয়েছে রেল কর্তপক্ষ। দ্রুত ট্রেন পরিষেবা চালু হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
রবিবার সন্ধ্যায় কোনোরকম সমস্যা ছাড়াই ডাউন লাইন দিয়ে ওই মালবাহী ট্রেন যায়। এর পর মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন রেলমন্ত্রী।
ডাউন লাইনে পরীক্ষামূলকভাবে মাল গাড়ি চালানোর পর ভাগ্যবিধাতাকে প্রণাম করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে থেকে সম্পূর্ণ তদারকি করেছিলেন তিনি।
দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে ডাউন লাইন মেরামত করে ট্রেন চালানোর পর প্রণাম করেন রেলমন্ত্রী।
শুক্রবার রাতে বাহানাগা স্টেশনের কাছে তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। করমণ্ডল এক্সপ্রেসের ২৩টি বগি খেলনা ট্রেনের মতো ছড়িয়ে ছিটিয়ে যায়।
ভয়াবহ র্ঘটনায় উপড়ে পড়েছিল রেললাইন। রেলওয়ে কর্তৃপক্ষ যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ এবং সঙ্গে রেল লাইন ও ছিঁড়ে যাওয়া তার মেরামতের কাজ শুরু করে।
দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়। আহত হয়েছেন ১১ শর বেশি মানুষ।