অনলাইন ডেস্ক
রাজধানীর অভিজাত একটি হোটেলে স্টেডিয়াম নির্মাণের এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছ। এসময় বিসিবির পক্ষে সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন চুক্তিতে স্বাক্ষর করেন এবং পপুলাসের পক্ষ থেকে পরিচালক অ্যান্ড্রু জেমস স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড পরিচালক আকরাম খান। চুক্তি অনুষ্ঠান শেষে নিজামউদ্দিন সুজন জানান, ৪৮ মাসের মধ্যে শেষ হবে স্টেডিয়ামের নির্মাণ কাজ। সুজন আরও জানিয়েছেন, যে এগ্রিমেন্ট সাইন হয়েছে সেখানে ৫০ হাজার ধারণক্ষমতার কথা বলা হয়েছে।
সুজন বলেন, ‘আমরা এখানে একটা টার্গেট নিয়েছি যেখানে প্রথম ছয় মাস হবে ড্রয়িং ডিজাইন। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে রয়েছে ৩০ মাস। বাকি ১২ মাস কাজের কোনো সমস্যা থাকতে সেগুলো সংশোধন করা হবে। সব মিলিয়ে আটচল্লিশ মাস লাগবে কাজ শেষ করতে।’
সুজন আরও যোগ করেন, ‘ডিজাইন চেঞ্জের বিষয়েও কিন্তু আপনাদেরকে প্রেজেন্টেশনে বলেছে। এখানে আমাদের যে কনসেপ্টটা দেয়া হয়েছে সেটা হচ্ছে একটি নৌকা। ‘দ্যা বোট’ হচ্ছে কনসেপ্ট। তাই এটাকে কেন্দ্র করে ওরা কাজ করবে এবং ওর মধ্য থেকেই ফাইনাল ডিজাইন টা আসবে। আমাদের একটা টার্গেট আছে, সেটার উপর ভিত্তি করে ওরা কাজটা করছে। তবে কি পরিমানে খরচ হতে পারে সেটা আমাদের ফাইনাল ডিজাইন না হওয়া পর্যন্ত এখনই আমরা বলতে পারছি না।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা