স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এ পর্যন্ত সারাদেশে ৫টি প্রধান হাসপাতালে করোনা টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। এটি চলতি সপ্তাহের মধ্যে দেশে ১৫টি স্বাস্থ্যসেবা স্থাপনা চালুর পরিকল্পনার অংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ল্যাব ফ্যাসিলিটি চালুর মধ্যদিয়ে এ পর্যন্ত ৫টি প্রধান হাসপাতালে টেস্টিং মেশিন ও সরঞ্জামসহ ল্যাবরেটরি চালু করা হয়েছে।’
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মইদুল ইসলাম বলেন, রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) টেস্টিং ল্যাবরেটরি চালু করা হয়েছে।
ঢাকার বাইরে রাজশাহীতে টেস্টিং ফ্যাসিলিটি চালু করা হয়েছে। আগামী ৩ অথবা ৪ দিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১০টি স্থানে এই ফ্যাসিলিটি চালু করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা এর আগে বলেছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে টেস্টের ফলাফল কেন্দ্রিয়ভাবে মূল্যায়িত হবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা