অনলাইন ডেস্ক
এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের ২-১ বছর আগেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। নির্বাচনের ঠিক আগে আবারও বিদেশিদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিএনপি বিদেশিদের আশায় বসে থাকে, যে তারা এদেশে ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় বসাবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি স্বীকার করছি বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানগুলোর যে গুনগত মান থাকা উচিত সেটি নেই। তবে বাংলাদেশ বর্তমানে তথ্য-প্রযুক্তির যে উন্নয়ন করেছে তার সুফল জনগণ আগামী দিনে পাবে।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত দেশজুড়ে ফাইভ জি সেবা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ফাইভ জি সুবিধা ব্যবহার করে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখতে পারে। তথ্য-প্রযুক্তির ব্যবহার করে মানুষ নিজের জীবনমান আরও উন্নত করতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই সারাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা পৌঁছে যাবে।
আগামী মার্চে ফাইভ জি’র জন্য তরঙ্গ নিলামের আয়োজন করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তারপরই সারাদেশের মানুষের কাছে বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা নিয়ে হাজির হবে মোবাইল ফোন অপারেটরগুলো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা