বিশ্বব্যাপী কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চারটি দেশের অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধের অনুরোধ করেছেন। চারটি দেশ হচ্ছেঃ চীন, প্রজাতান্ত্রিক কোরিয়া (দক্ষিণ কোরিয়া), ইরান ও ইটালি। উল্লেখ্য, এ সব দেশসহ কোভিড-১৯ স্থানীয় সংক্রমণ যে সব দেশে ঘটেছে সে সব দেশ থেকে দেশী-বিদেশী সকল যাত্রীকে ১৪ দিন স্বেচ্ছা (গৃহ) কোয়ারেন্টিনে থাকার জন্য স্বান্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার ( ৪ মার্চ) আইইডিসিআর-এ পরিচালক প্রফেসর মীরজাদী সেব্রিনা ফ্লোরা এতথ্য জানান।
আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশস্থ চীন দূতাবাসের উপ-প্রধান ইয়ান হুয়ালং। এসময় তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ ও চীনের পরিস্থিতি পর্যালোচনা করে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা