অনলাইন ডেস্ক
এমন সময়ে এই তেল এলো, যখন বাজারে বোতলজাত সয়াবিনের সংকট চলছে। এর মধ্যে গতকালই সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়ে পুনর্র্নিধারণ করেছে সরকার।
যদিও বন্দরে আসা চারটি জাহাজই এক মাস আগে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে রওনা দেয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা শিগগিরই কেটে যাবে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এমটি আরডমোর শায়ানি ও এমটি ডাম্বলডোর নামে দুই জাহাজে বন্দরে আনা হয়েছে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল। মঙ্গলবার বন্দর জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার। এই দুই জাহাজে তেল রয়েছে ৩০ হাজার ৬০০ টন। এর মধ্যে এমটি আরডমোর শায়ানি জাহাজের তেল খালাস শেষ। জাহাজটি গতকালই বন্দর ছেড়েছে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টরি এসেছে ব্রাজিল থেকে, বাকি তিনটি আর্জেন্টিনা থেকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা