অনলাইন ডেস্ক
বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বেশি বৈরি সময় পার করছে দলটি। মির্জা ফখরুল বলেন, কারও কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান টলে যাবে না।
৪৩ পেরিয়ে ৪৪ বছরে বিএনপি। কয়েক দফায় দেশ পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা সংসদের বাইরে থাকার। সাড়ে চার দশকে এসে বহুমুখী চাপে বিপর্যস্ত বিএনপি। মহাসচিব বলছেন, এত বৈরি পরিস্থিতি আগে মোকাবিলা করেনি দলটি।
মির্জা ফখরুল বলেন, আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি রাজনীতিতে প্রশ্ন তোলা হচ্ছে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে।
তিনি বলেন, এমনকি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়েও বিতর্ক উঠছে। আস্থা না থাকায় এ বিষয়ে আইনি পদক্ষেপে যাবে না বিএনপি। জিয়াউর রহমানকে ধারণ করবে বাংলাদেশের ইতিহাস।
বিএনপি মহাসচিবের আশা, গণআন্দোলনে বদলে যাবে পরিস্থিতি। সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা