অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। মঙ্গলবার (৪ মে) বিকেলে ধলপুরের কমিউনিটি সেন্টারের সামনে এই উপহারসামগ্রী উপহার করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় কামরুল হাসান রিপন বলেন,গত বছরে করোনা শুরুর পর থেকেই অসহায় কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। সেই থেকে আজও নিরলসভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কখনও ত্রাণসামগ্রী, কখনও ইফতার এবং ঈদের আগে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবেই চলবে।স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নির্দেশে প্রতিটি অসহায় মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। করোনার এই দুর্যোগের মুহূর্তে একটি মানুষও না খেয়ে থাকবে না।
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান।