হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনে ৪০০ কোটি ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে সোমবার।
বড় বাজেটের এই সিনেমার আয় বিশ্বব্যাপী ইতিমধ্যেই ৩৯০ কোটি রূপি ছাড়িয়েছে। শুধু তাই নয়, ওয়ার সিনেমা আমির খানের বহুল ব্যবসাসফল সিনেমা থ্রি ইডিয়টসকেও টেক্কা দিতে চলেছে।
বিশ্বব্যাপী আমির খানের এই সিনেমার আয় ছিল ৩৯৫ কোটি রূপি। এদিকে সালমান খানের প্রেম রতন ধন পায়ে এবং শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের আয় ছিল যথাক্রমে ৩৯৯ ও ৪২২ কোটি। যা খুব শিগগিরই অতিক্রম করবে ওয়ার সিনেমা। আশা করা হচ্ছে বক্স অফিসে দ্রুতই ৫০০ কোটির ক্লাবের মাইলফলক অর্জন করবে হৃত্বিক ও টাইগারের ওয়ার।
প্রথম দিনেই নিজ দেশে ওয়ার সিনেমার আয় ছিল ৫৩.৩৫ কোটি রূপি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
যশ রাজ ফিল্মসের প্রযোজনায় সিনেমায় আরও অভিনয় করেছেন বাণী কাপুর এবং আশুতোষ রানা।
২ অক্টোবর মুক্তি পেয়েছে চিরঞ্জিবীর ‘সাই রা নরসিংহ রেড্ডি’। স্বাভাবিকভাবেই প্রধানত ওই ছবিটিই দর্শক টেনেছে দক্ষিণে এবং ‘ওয়ার’-এর তামিল ও তেলুগু ভার্সনগুলি খুব একটা সুবিধে করতে পারেনি।
‘ওয়ার’ ছবিটি মুক্তি পেয়েছে তিনটি ভাষায়– হিন্দি, তামিল ও তেলুগু, ৪০০০টি স্ক্রিনে। এর মধ্যে হিন্দি ভার্সনটির কালেকশন ৫১.৬০ কোটি। তামিল ও তেলুগু ভার্সনগুলি একত্রে এনেছে ১.৭৫ কোটি।
২০০ কোটি টাকা বাজেটের এই ছবি শেষ পর্যন্ত কত টাকা ব্যবসা করে সেটাই এখন দেখার। ইন্ডিয়ান এক্সপ্রেস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা