অনলাইন ডেস্ক
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে বলা হয়েছে, গাজায় আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরের ২৭৫০ একর জমিকে খাসজমি হিসেবে ঘোষণা করেছে। দেশটির সরকার এসব জমিকে খাসজমি হিসেবে দখলে নিয়েছে।
হারেৎজ জানিয়েছে, কেবল চলতি বছরেই নয়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ৫ হাজার ৯০০ একর জমিকে খাসজমি ঘোষণা করেছে। এসব এলাকায় ইসরায়েলিরা নির্বিঘ্নে বসতি গড়ে তুলতে পারে।পিস নাউয়ের তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি ইসরায়েল দখল করেছে তা রাষ্ট্রটির যে কোনো বছর দখল করা জমির তুলনায় বিশাল রেকর্ড। এর আগে ১৯৯৯ সালে এক হাজার ২৮৫ একর জমিকে খাসজমি ঘোষণা করে ইসরায়েল সরকার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা