জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। দিবসটি পালন উপলক্ষে দলটি নানা উদ্যোগ গ্রহণ করেছে।
জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকাল সাড়ে তিনটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এ আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির, সাবেক সচিব আবুল আলম শহীদ খান, সাবেক সচিব হাবিবুল্লাহ মজুমদার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব: আবদুর রশিদ সহ জাতীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি যথাযথ মর্যাদায় দলের সকল জেলা-উপজেলা কমিটিকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের নির্দেশ দিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা