অনলাইন ডেস্ক
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতিনিয়ত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শীত মৌসুমের অধিকাংশ সময় ৬ থেকে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। শীত ও কুয়াশার মধ্যে মাঝ নদীতে আটকে থেকে গাড়ির চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।
দুর্ভোগ কমাতে ২০১৫ সালে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ১০টি ফেরিতে উন্নত প্রযুক্তির ফগলাইট লাগানো হয়। দুর্নীতির কারণে নিম্নমানের ফগ লাইট কেনায় তা কোন কাজে আসেনি। এরপর কুয়াশাকালীন সময়ে ফেরি সচল রাখার কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। ঘাট ব্যবহারকারীরা বলছেন, এই যুগে কার্যকরী ফগলাইট স্থাপন করে সংকট মোকাবিলা অথবা জিপিএস সিস্টেমে ডিভাইজ ব্যবহার করেও ফেরি সার্ভিস সচল রাখা সম্ভব।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, নদীতে চলাচলকারী সব নৌযান জিপিএস অথবা রাডার ব্যবহার করে না। তাই দুর্ঘটনা এড়াতেই কুয়াশাকালীন সময়ে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কুয়াশায় ফেরি চালু রাখার দাবি চলাচলকারীদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা