অনলাইন ডেস্ক
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উইল ইয়ং ও টম লাথামের জড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ৩০ ওভারের মধ্যে বাংলাদেশকে করতে হবে এই রান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় রোববার ডানোডিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ৭ উইকেটে ২৩৯ রান তোলে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান।
বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলা দেরিতে শুরু হয়। সেই বৃষ্টি ভুগিয়েই চলে বারবার। খেলা শুরুর পর বৃষ্টি হয় আরও দুবার। যে কারণে ম্যাচ ২০ ওভার কমিয়ে ৩০ ওভারে নির্ধারণ হয়।
অবশ্য শুরুটা ভালোই করেছিল টাইগাররা। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। এরপর টম ল্যাথাম আর উইল ইয়ং জুটি গড়েন।
বৃষ্টিতে দুবার খেলা বন্ধ হলেও এই জুটি থাকে নিরাপদ। দুজন তৃতীয় উইকেটে গড়েন ১৭১ রানের জুটি। লাথাম ৭৭ বলে করেন ৯২ রান। অপরদিকে ইয়ং ৮৪ বলে খেলেন ১০৫ রানের অনবদ্য ইনিংস। এছাড়া চাপম্যান করেন ২০ রান। তাতে বড় সংগ্রহ পায কিউইরা।