৩০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেটে পৌঁছানোর মাইলফলক স্পর্শ করাটাকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করলো ব্র্যাক ব্যাংক লিমিটেড। ২০১৮ সালের অক্টোবরে এজেন্ট ব্যাংকিং ব্যবসায় প্রবেশের পর থেকে নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখে দেশের ইন্ডাস্ট্রিতে দ্রুততম সময়ের মধ্যে ব্র্যাক ব্যাংক তাদের ৩০০তম আউটলেটটি সম্প্রতি চালু করে। গ্রাহকেরা এখন দেশজুড়ে ৬১টি জেলায় ব্যাংকটির সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এজেন্ট ব্যাংকিং সার্ভিস নিতে পারবেন। ২০০১ সাল থেকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য এসএমই ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে কাজ করে আসছে ব্র্যাক ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চলে মূলধারার ব্যাংকিং সেবা বহির্ভূত মানুষকে সেবা দেয়ার জন্য এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষস্থানীয় হওয়ার লক্ষ্য নিয়েছে ব্যাংকটি। গত ২২ জানুয়ারি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক আর ফুলের সমাহারে এই আনুষ্ঠানিক উদযাপনের কেন্দ্রে ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সেলিম আর. এফ. হোসেন। তখন সেখানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিআরও চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিওও মোঃ সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও এম. মাসুদ রানা এফসিএ, হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এজেন্ট ব্যাংকিং চ্যানেলটির সুবাদে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন করার সুবিধা পাবেন। শুধু তাই নয়, এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে ডিপিএস, এফডিআর, ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিট্যান্স, ইউটিলিটি বিল এবং বীমা প্রিমিয়াম প্রদান, ঋণ নেয়া ও পরিশোধ করা, সরকারি ভাতা উঠানো, ডেবিট কার্ড আর চেক বুক উঠানো, স্কুল ফি প্রদান এবং আরো অনেক ব্যাংকিং সেবা পাওয়া যায়। সেলিম আর এফ হোসেন বলেন: “ব্র্যাক ব্যাংক চায় সুবিধা বঞ্চিত মানুষদেরকে একটি নির্দিষ্ট আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর আওতায় নিয়ে আসতে। আনুষ্ঠানিক ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা একটি বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং মডেলের অন্তর্ভুক্ত করতে ভূমিকা পালন করে যাচ্ছে এজেন্ট ব্যাংকিং।” তিনি আরো বলেন: “বায়োমেট্রিক যাচাইকরণ-সহ ডিজিটাল ক্ষমতাসম্পন্ন আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো গ্রাহকদেরকে সেবা দেয় যেকোনো সময় এবং যেকোনো জায়গায়। এজেন্ট ব্যাংকিংকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিং দক্ষতার ওপর নির্ভর করে। এজেন্ট ব্যাংকিং পরিষেবাটি উত্তরোত্তর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবো আগামী বছরগুলোতে দেশের প্রতিটি কোণে এজেন্ট ব্যাংকিংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে দিতে।”
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ইজঅঈইঅঘক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৪৬০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মী বাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ১৮ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীণ এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা