আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে তৃতীয় বারের মতো পালিত হচ্ছে দিবসটি।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে শোভাযাত্রা বের হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ । এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হচ্ছে।
এছাড়াও রয়েছে ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের আয়োজনে বিগত ২৬ বছর ধরে এই দিবসটি বাংলাদেশে পালিত হচ্ছে। তবে রাষ্ট্রীয়ভাবে ৩য় বারের মতো এই দিবসটি পালন করা হচ্ছে।
আজকের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম।
সকাল ৭ টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে খামারবাড়ি, খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে আবারো দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় সচেতনতামূলক স্লোগানসহ ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন সরকারি দফতর ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ঢাকাসহ বিভিন্ন আঞ্চলিক শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৬ বছর আগে বান্দরবান যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন।
স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগান নিয়ে গড়ে তোলেন সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)।’
উল্লেখ্য, সরকার ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে গত ৫ জুন ২০১৭ মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছেন।
এবছর ৩য় বারের মতো দেশব্যাপী সরকারিভাবে ২২ অক্টোবর ’জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা