নতুনভাবে দুই হাজার ৭৩০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ অক্টোবর) গণভবনে নীতিমালার নির্দেশনা ও চাহিদা পূরণে সফল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, এমপিওভুক্ত করা হয়েছে, এখন না পড়ালেও টাকা পাওয়া যাবে, শিক্ষকদের এমনটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ শিক্ষার মান ধরে রাখতে না পারলে এমপিওভুক্তি বাতিল করা হবে। এটা শিক্ষকদের মাথায় রাখতে হবে।
এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নীতিমালা অনুযায়ী স্কুলগুলো যাচাই-বাছাই করতে কিছুটা সময় লেগেছে। যাচাই-বাছাই করে আমরা এমপিওভুক্তর ঘোষণা করছি। এছাড়া আগামীতে যারা এমপিওভুক্ত হতে চান, তাদের অবশ্যই নীতিমালার নির্দেশনা পূরণ করতে হবে।
এমপিওভুক্তিতে আসা দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা এক হাজার ৬৫১টি। মাদ্রাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ৮ দিন ধরে আন্দোলন করা এবং প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রত্যাশায় আমরণ অনশনে থাকা শিক্ষকেরা মঙ্গলবার রাতে তাদের কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করেছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা