অনলাইন ডেস্ক
বুধবার (১৯ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২৭ মে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে চলাচল করবে।এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি কেজি আম পরিবহন করতে খরচ পড়বে ১ দশমিক ৩০২ টাকা।
মন্ত্রণালয় দফতর জানায়, এ উপলক্ষে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদারের নির্দেশনায় দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আব্দুলপুর, আড়ানী, সরদহ রোড, রাজশাহী, কাকন হাট ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মোটর ট্রলিযোগে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আম পরিবহন নিয়ে আলোচনা ও ব্যাপক প্রচার চালাচ্ছেন।
গত বছর প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। সে বছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ঢাকায় আনা হয়েছিল। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা