অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী কোভিড ভ্যাকসিনের ক্যাম্পেইন করবো। যেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক লোকজনকে টিকা দেয়া।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৬ তারিখের সেই কার্যক্রমের মাধ্যমে করোনা টিকার প্রথম ডোজ দেয়ার কার্যক্রম সম্পন্ন হবে। পরবর্তীতে বুস্টার ডোজ ও দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই বিলম্ব না করে টিকা নিয়ে নিন।
তিনি আরও বলেন, সমীক্ষায় দেখা গেছে যারা করোনা সংক্রমণ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই কোভিড ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা কম ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কম।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেয়া হয়। পরে ফেব্রুয়ারির প্রথমদিকে সারাদেশেই শুরু হয় টিকাদান কর্মসূচি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা