বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্ত বিসিজি বেইস ভোলার দুইটি টহল দল একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চোরাই শাড়ীসহ একটি বোট জব্দ করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) এই শাড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড এর সদস্যরা। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা লোকজন পানিতে ঝাঁপিয়ে চরে উঠে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের টহলদল কর্তৃক উক্ত বোটটি তল্লাশী করে বোটের ভিতর অবৈধভাবে লুকায়িত অবস্থায় আনুমানিক ২৫ হাজার বিভিন্ন ধরনের কাপড়সহ বোটটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা মাত্র।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমনে ও নৌ পথে বৈধ কাগজপত্রবিহীন মালামাল পরিবহনের ক্ষেত্রে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাই শাড়ী এবং কাঠের বোট ভোলা সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা